Workshop

Workshop on Hajj


Workshop on Hajj

অনেকদিন পর বাংলাদেশ থেকে আমরা হজ্জে যাওয়ার সুযোগ পাচ্ছি। আল্লাহর পবিত্র ঘর এবং রাসূলুল্লাহ ﷺ -এর শহর মদিনাতুল মুনাওয়ারা যিয়ারতের সুপ্ত আকাঙ্ক্ষা ও বাসনা শীঘ্রই বাস্তবে রূপ নেবে, ইনশাআল্লাহ।
হজ্জ একটি ব্যতিক্রমধর্মী ইবাদাত। কেননা এতে অর্থনৈতিক ও শারীরিকভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি হজ্জের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানেরও প্রয়োজন আছে। এ জ্ঞান ছাড়া হজ্জের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। বাংলাদেশী হাজীদের হজ্জকে সহজ ও সাফল্যমণ্ডিত করতে আমরা তাইবাহ একাডেমি থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালাতে চাচ্ছি। আমরা আয়োজন করতে যাচ্ছি ‘ওয়ার্কশপ অন হজ্জ’।

ওয়ার্কশপটি যাদের জন্য

  • যারা এ বছর হজ্জে যাবেন
  • যারা আগামী বছর কিংবা ভবিষ্যতে হজ্জে যেতে চান
  • যারা উমরাহ করতে যাবেন
  • যারা হজ্জ-উমরাহ সার্ভিসের সাথে জড়িত

ওয়ার্কশপটিতে হজ্জের শার'ঈ জ্ঞানের পাশাপাশি হজ্জের প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান শিক্ষা দেওয়া হবে। এতে হজ্জ কিংবা উমরাহ গমনেচ্ছু ভাই ও বোনেরা সহজেই হজ্জ ও উমরাহর গুরুত্ব, হুকুম-আহকাম ও হজ্জের প্রক্রিয়া সম্পর্কে জানার পাশাপাশি হজ্জ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারবেন, ইনশাআল্লাহ।

ওয়ার্কশপটি পরিচালনা করবেন

১. ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়।
২. জনাব মুহাম্মাদ তানভীর হোসেন, হজ্জ প্রশিক্ষক, কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র।

তারিখ ও সময়

ওয়ার্কশপের তারিখ : ২০ মে ২০২৩, শনিবার

সময় : সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত

স্থান

ঢাকার প্রাণকেন্দ্রে একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুর ঠিকানা ও গুগল ম্যাপ লোকেশন ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তবে যারা ওয়ার্কশপে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।

ওয়ার্কশপ ফি

২,০০০ টাকা। এখানে স্ন্যাকস্ এবং দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।

যারা রেজিস্ট্রেশন করতে পারবেন

ওয়ার্কশপটি ভাই ও বোনদের জন্য আয়োজিত হচ্ছে। বোনদের জন্য পর্দার ব্যবস্থা থাকবে।

রেজিস্ট্রেশন পদ্ধতি

রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে গিয়ে পেমেন্ট করে ফর্মটি পূরণ করে দিন।

যোগাযোগ

ইমেইল : support@taibahacademy.com

মেসেঞ্জার : https://www.messenger.com/t/taibahacademy.bd

হটলাইন : 01911 285744 (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত)

[আমাদের আসনসংখ্যা খুবই সীমিত। সুতরাং আপনার সিট নিশ্চিত করতে শীঘ্রই রেজিস্ট্রেশন করুন। আসন সংখ্যা পূরণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।]