Workshop

Workshop on Hajj


Workshop on Hajj

জীবনে হজ্জ একবারই ফরয। কেউ যদি একাধিক বার হজ্জ করেনও ফরয হিসেবে গণ্য হবে জীবনের প্রথমবার করা হজ্জটি। প্রথম হজ্জে শার'ঈ ও ব্যবহারিক জ্ঞান যথেষ্ট না থাকলে হাজীদের ভুলভ্রান্তি বেশি হয়। অনেকে আফসোস করেন। আবার নির্ভুল ভাবে হজ্জ করতে চান। কিন্তু দ্বিতীয়বার করা হজ্জ কিন্তু নফল হজ্জ হিসেবে বিবেচিত হবে। প্রথম হজ্জই ফরয হজ্জ।
তাই পরে আফসোস করার চেয়ে প্রথম হজ্জের জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাইবাহ একাডেমি থেকে গত কয়েকবছর ধরে আমরা হজ্জের ঠিক আগে আগে হজ্জ ওয়ার্কশপ আয়োজন করে আসছি। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হতে যাচ্ছে— হজ্জ ওয়াকর্শপ ১৪৪৫।

ওয়ার্কশপটি যাদের জন্য

  • যারা এ বছর হজ্জে যাবেন
  • যারা আগামী বছর কিংবা ভবিষ্যতে হজ্জে যেতে চান
  • যারা উমরাহ করতে যাবেন
  • যারা হজ্জ-উমরাহ সার্ভিসের সাথে জড়িত

ওয়ার্কশপটি পরিচালনা করবেন

১. ওয়ার্কশপটিতে হজ্জের শার'ঈ বিষয়ক সেশন পরিচালনা করবেন শাইখ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেছেন। মদীনায় থাকাকালে তিনি দীর্ঘদিন হাজীদের সেবায় নিয়োজিত ছিলেন। বর্তমানে প্রায় তিনি শেফার্ডস হজ্জ এজেন্সির হজ্জ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
২. হজ্জের ব্যবহারিক জ্ঞান বিষয়ক সেশন পরিচালনা করবেন শেফার্ডস হজ্জ এজেন্সির ম্যানেজিং পার্টনার জনাব আব্দুল্লাহ মোহাম্মাদ সালেহ। তিনি অনেক বছর ধরে হজ্জ ম্যানেজমেন্টের সাথে জড়িত। প্রতিবছরই তিনি অসংখ্য হাজীকে তার প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ ও সৌদি আরবে হজ্জ সেবা দিয়ে থাকেন।

তারিখ ও সময়

ওয়ার্কশপের তারিখ : ৪ মে ২০২৪, শনিবার

সময় : সকাল ৮:৩০ থেকে বিকাল ৬:০০ পর্যন্ত

স্থান

উত্তরা, ঢাকা (সুনির্দিষ্ট স্থানের ঠিকানা অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে জানানো হবে)

ওয়ার্কশপ ফি

অনলাইন: ১,৫০০ টাকা।

অফলাইন: ২,০০০ টাকা।

অফলাইন অংশগ্রহণকারীদের সুবিধাসমূহ:

  • পার্টিসিপেন্টদের নোট করার সামগ্রী দেওয়া হবে।
  • সকাল এবং দুপুরের খাওয়ারের ব্যবস্থা থাকবে সাথে আনলিমিটেড চা, কফি।
  • পার্টিসিপেন্টদের গিফট এবং সার্টিফিকেট দেওয়া হবে।
  • শীতাতপ নিয়ন্ত্রিত হলে ওয়ার্কশপটি করা হবে।

যারা রেজিস্ট্রেশন করতে পারবেন

ওয়ার্কশপটি ভাই ও বোনদের জন্য আয়োজিত হচ্ছে। বোনদের জন্য পর্দার ব্যবস্থা থাকবে।

পেমেন্ট পদ্ধতি

ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে

[বিকাশ/রকেট এর মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট করা যাবে।]

ম্যানুয়াল পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে

[অনলাইনের মাধ্যমে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ব্যাংক ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করা যাবে।]

অনলাইন পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন পদ্ধতি

রেজিস্ট্রেশনের জন্য উপরের যেকোন পদ্ধতিতে পেমেন্ট করে ফর্মটি পূরণ করে দিন।

যোগাযোগ

ইমেইল : support@taibahacademy.com

মেসেঞ্জার : https://www.messenger.com/t/taibahacademy.bd

হটলাইন : 01911 285744 (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত)

[আমাদের আসনসংখ্যা খুবই সীমিত। সুতরাং আপনার সিট নিশ্চিত করতে শীঘ্রই রেজিস্ট্রেশন করুন। আসন সংখ্যা পূরণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।]