একদা শায়েখ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী একটি লেকচার বা আলোচনায় দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে, "পৃথিবীতে অনেক রকম ট্রেনিং বা প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। সকলেই কোনো কাজ শুরু করার পূর্বে সে বিষয় ট্রেনিং গ্রহণ করে থাকে। অপরদিকে পরিবার এবং পারিবারিক সম্পর্ক বিষয়ে কেউ কোনো ট্রেনিং গ্রহণ বা বই অধ্যয়ন করে না। অথচ একটি নতুন সংসার শুরু করার পূর্বে সকলের উচিত এ বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা। কারণ একজন মানুষের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পরিবার।"
পরিবার বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন না করে নতুন সংসার শুরু করে দেওয়া এবং সঠিক দিকনির্দেশনা ও পরামর্শের অভাবে অনেকেই পারিবারিক জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকের সংসারও ভেঙ্গে যাচ্ছে। তাই যারা চান অভিজ্ঞ কারও সাথে সরাসরি বসে এ বিষয়ে পরামর্শ নিতে, সেই সকল ভাইবোনদের জন্য আমরা নিয়ে এসেছি ‘তাইবাহ অনলাইন কাউনসেলিং’ প্রোগ্রাম। যেখানে কাউনসিলর হিসাবে থাকবেন শায়েখ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। তিনি সরাসরি সমস্যাগ্রস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে কথা বলবেন এবং সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবে ইন শা আল্লাহ।
এই কাউনসেলিং প্রোগ্রামটিতে আপনাদের দেওয়া সকল প্রকার তথ্য ও উপাত্ত সর্বোচ্চ সতর্কতার সাথে আমানত হিসাবে সংরক্ষণ করা হবে ইন শা আল্লাহ।
‘তাইবাহ কাউনসেলিং’ - এর ৩০ মিনিট ও ১ ঘণ্টার দুইটি স্লট রয়েছে। আপনাদের সুবিধানুযায়ী স্লট বেছে নেবেন।
এটি একটি পেইড প্রোগ্রাম। যা থেকে অর্জিত অর্থের অর্ধেক ইসলামি জ্ঞানের প্রচারের জন্য ব্যয় করা হবে।
▪️ ৩০ মিনিটের সেশন (অনলাইন): ১,৫০০ টাকা
▪️ ৩০ মিনিটের সেশন (অফলাইন): ৩০০০ টাকা
▪️ ১ ঘন্টার সেশন: ৩,০০০ টাকা
কমপক্ষে ২ দিন বা ৪৮ ঘন্টা পূর্বে কাউন্সেলিং ফী পেমেন্ট করে এপয়েন্টমেন্ট বুকিং নিশ্চিত করতে হবে। এপয়েন্টমেন্ট বুকিং এর জন্য নিম্নোল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করুন:
প্রথমে নিম্নোক্ত যেকোন একটি মাধ্যমে Taibah Counselling 1/2 hour slot অথবা Taibah Counselling 1 hour slot সিলেক্ট করে কাউন্সেলিং ফী পেমেন্ট করতে হবে।
বিকাশ এর মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্টের লিংকঃ
https://taibahacademy.com/payment/manual/counsellingকার্ড/ব্যাংক এর মাধ্যমে অনলাইন পেমেন্টের লিংকঃ
https://taibahacademy.com/payment/online/counsellingসেশন চলাকালীন নিচের বিষয়গুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে :