Diploma FAQ

Frequently Asked Questions


আমাদের অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি ডিজাইন করা হয়েছে ছাত্র-ছাত্রী, গৃহিনী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে। যাতে সবাই যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে পড়ালেখা করতে পারে।
ভর্তির জন্য campus.taibahacademy.com এ রেজিস্ট্রেশন করতে হবে। আগেই রেজিস্ট্রেশন করে থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারপর ডিপ্লোমার জন্য পেমেন্ট করলে আমরা ডিপ্লোমা কোর্সে Enroll করে দিব।
ক্লাস পরীক্ষা সবকিছু অনলাইনে হবে। প্রতিটি ক্লাসে একটি করে প্রি-রেকর্ডেড ভিডিও, একটি পিডিএফ নোট এবং একটি ক্লাস টেস্ট থাকবে। ক্লাসের ভিডিও দেখে, নোট পড়ে ক্লাস টেস্ট দিতে হবে।
সেমিস্টারের মাঝামাঝি সময়ে একটি মিডটার্ম এবং সেমিস্টার শেষে একটি ফাইনাল পরীক্ষা থাকবে। মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। সেই সময়সীমার মধ্যে পরীক্ষা দিতে হবে।
ভিডিও দেখে বুঝতে এবং নোট পড়তে সক্ষম সকলেই ভর্তি হতে পারবেন।
মোট ২ টি সেমিস্টার। তবে ২ সেমিস্টারের মধ্যে কোর্স শেষ করতে না পারলে বাকি কোর্সগুলো আরেকটি সেমিস্টারে করার সুযোগ থাকবে। এজন্য অতিরিক্ত ২,০০০ টাকা ফি প্রযোজ্য হবে।
পারবেন। আপনার ইন্টারনেট কানেকশন থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কোর্সটি করতে পারবেন।
না। কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার সবকিছু বাংলায়।
আমাদের ক্লাসগুলো প্রি-রেকোর্ডেড। তাই আপনি আপনার সুবিধামত যেকোনো সময়ে ক্লাস করতে পারবেন।
সপ্তাহে ৩/৪ টি ক্লাস করলে আপনার সবগুলো মডিউল সময়মত শেষ হয়ে যাবে ইন শা আল্লাহ।
মোট ১৪ টি সাবজেক্ট।
প্রতি সেমিস্টারে ৭ টি করে সাবজেক্ট।
ক্লাসের পরিমাণ সাবজেক্ট অনুযায়ী বিভিন্নরকম। কোনো কোর্সে ১০ টি, কোনোটিতে ১৫ টি, কোনোটিতে ২০ টি।
ভর্তির সময়ই আমরা ক্লাস শুরুর তারিখ জানিয়ে দিই। সেই তারিখ অনুযায়ী ক্লাস শুরু করতে পারবেন।
ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েবসাইটে নিজ নিজ ড্যাশবোর্ডে লগিন করে ক্লাস করবে এবং পরীক্ষা দেবে। ফ্রি-মিক্সিংয়ের কোনো সুযোগ নেই।
আল্লাহ আপনার জন্য যতটুকু ইলম অর্জন করা ফরজ করেছেন তার কিছুটা হলেও জানবেন ইন শা আল্লাহ। কোর্স শেষে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন।
সব পরীক্ষাই অনলাইনে দিতে হবে। প্রতিটি মডিউল শেষে মডিউল টেস্ট দিতে হবে। মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা কোর্স শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে দিতে হবে। পরীক্ষাগুলো হবে MCQ পদ্ধতিতে।
প্রতি সাবজেক্টে যতগুলো মডিউল থাকবে ততগুলো মডিউল টেস্ট দিতে হবে। সাথে প্রতিটি সাবজেক্টে একটি মিডটার্ম এবং একটি ফাইনাল পরীক্ষা দিতে হবে।
কুইজ টেস্ট বা মডিউল টেস্ট যেকোন সময়েই দিতে পারবেন।
ড্যাশবোর্ডের শুরুতে মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার আনুমানিক সময় দেওয়া থাকে। ঐসময়েই পরীক্ষা দিতে হবে। সময়ের পরিবর্তন হলে আগেই ইমেইল এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ড্যাশবোর্ডের শুরুতে মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার আনুমানিক সময় দেওয়া থাকে। ঐসময়েই পরীক্ষা দিতে হবে। সময়ের পরিবর্তন হলে আগেই ইমেইল এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
হ্যাঁ। ডিপ্লোমা কোর্সটি যারা পাশ মার্ক পেয়ে সম্পূর্ণ করবে তাদের সার্টিফিকেট দেয়া হবে।
কুইজ টেস্ট/মডিউল টেস্ট, মিডটার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মার্ক যোগ করে সবমিলিয়ে ৫০% মার্ক পেতে হবে।
মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা প্রথমবার দিতে না পারলে আমরা একটি ‘লেট এক্সাম’ এর আয়োজন করি। তাই প্রথমবার দিতে না পারলে পরেরবার দিতে হবে।
ফি প্রদানে অসমর্থ আগ্রহী শিক্ষার্থীগণকে স্কলারশিপ প্রদান করা হয়।
এটা তাইবাহ একাডেমিতে এখনও শুরু হয়নি। ভবিষ্যতে হয়তো শুরু হতে পারে।
না, সেমিস্টার ফি ব্যাতীত অন্য কোন ফি নেই।
কোর্সের জন্য আলাদা বই লাগবে না। কারণ আমরা প্রতিটি মডিউলে ভিডিও লেকচারের পাশাপাশি হ্যান্ড-নোটও দিয়ে থাকি। তবে কোর্সগুলোর হ্যান্ড-নোট পরে বই আকারে প্রকাশ করলে সেগুলো সংরক্ষণ করে রাখা আপনাদের জন্য উত্তম।
ক্লাসগুলো সবই প্রি-রেকোর্ডেড। তবে ওরিয়েন্টেশন ক্লাস, মিডটার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসগুলো লাইভ। সেখানে আপনি চাইলে সম্মানিত শিক্ষকগণকে সরাসরি প্রশ্নও করতে পারবেন।
প্রতিটি কোর্স পেজের শুরুতে ডিসকাসন ফোরাম এবং কুইজ ফোরাম আছে। সেখানে পোস্ট করতে পারবেন। অথবা মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার পূর্বে কয়েকটি লাইভ ক্লাস হবে। সেখানে শিক্ষকগণকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তাছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও প্রশ্ন করতে পারবেন।
ডাউনলোড করা যাবে। তবে অন্য কোন সাইটে প্রকাশ বা আপলোড করা নিষিদ্ধ।
ক্লাস করতে এবং নোট পড়তে পারবে। কিন্তু যিনি রেজিস্টার্ড শিক্ষার্থী তিনিই পরীক্ষা দিবেন। সার্টিফিকেটও তিনিই পাবেন।
এটি ক্লাসের বিষয়ের উপর নির্ভর করে। তবে ক্লাসগুলো সাধারণত ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে হয়।
সেগুলোর পরীক্ষাগুলো দিতে হবে। কারণ ডিপ্লোমাতে মিডটার্ম পরীক্ষা আছে যেটা ফ্রি কোর্সে নেই।