একটি ব্যাচে আসন সংখ্যা : ২০ জন। আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে এ দুই ব্যাচে ভর্তি বন্ধ হয়ে যাবে।
সালাতকে সুন্দর করার জন্য বিশুদ্ধভাবে কুরআন মাজীদ কেবল তিলাওয়াত করতে পারা যথেষ্ট নয়; বরং সালাতকে প্রাণবন্ত করতে প্রয়োজন সালাতে তিলাওয়াতকৃত সূরাসমূহে আল্লাহ রাব্বুল ‘আলামীন কী বলছেন সেটা জানা, সালাতে পঠিত বিভিন্ন দু‘আ ও যিকিরসমূহের অর্থ বোঝা এবং সালাতে লম্বা সময় কিরাতের জন্য কুরআনের বিভিন্ন সূরা মুখস্থ করা। পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্কোন্নয়নের জন্য দৈনন্দিন পঠিত মাসনূন দু‘আ ও যিকিরসমূহ জেনে-বুঝে পাঠ করা খুবই জরুরি। এ ছাড়া কুরআনের পাশাপাশি হাদীস অধ্যয়ন, রাসূলুল্লাহ ﷺ -এর মুখনিঃসৃত বাণী হুবহু মুখস্থ করা ও তার অর্থ জানার গুরুত্ব কম নয়। সর্বোপরি কুরআন-হাদীস অধ্যয়ন, মুখস্থকরণ, জানা ও বোঝার পাশাপাশি কুরআন-হাদীস হতে উৎসারিত ইসলামের মৌলিক ইবাদাতসমূহের মাসআলা জানা আবশ্যক। একজন মুসলিমের এসব গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে এবং ইলমের এ শাখায় হাতেখড়ির উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে “অ্যাডভান্সড তা‘লীমুল কুরআন” কোর্স।
অসংখ্য মুসলিম রয়েছেন যারা কেবল বিশুদ্ধভাবে কুরআন মাজীদ তিলাওয়াত করতে পারেন, তবে তাজওয়ীদের বিশেষ নিয়ম-কানুন, সালাতে তিলাওয়াতকৃত সূরা, দু‘আ ও যিকিরসমূহের অর্থ কিংবা কুরআন হিফয করার কৌশল তাদের জানা নেই। ফলে সালাতে বিভিন্ন সূরা তিলাওয়াতকালে মনোযোগ ধরে রাখা কঠিন অনুভূত হয়, সালাতে তিলাওয়াতকৃত সূরাসমূহে আল্লাহ রাব্বুল ‘আলামীন কী বলেছেন সেটার অর্থ না জানার কারণে মনের ভেতর হাহাকার বিরাজ করে, সালাতের ভেতর ও বাহিরে পঠিত দৈনন্দিন বিভিন্ন দু‘আ ও যিকিরের অর্থ না বোঝার কারণে পরিপূর্ণ তৃপ্তি আসে না। রাসূলুল্লাহ ﷺ -এর মুখনিঃসৃত বাণী জানতে, বুঝতে ও রপ্ত করতে যাদের প্রবল ইচ্ছে হয়, কিন্তু সেটি আর বাস্তবায়িত হচ্ছে না। যারা ইসলামের মৌলিক ইবাদাতসমূহ সম্পাদনের পদ্ধতি সঠিকভাবে জেনে-বুঝে আমল করতে চান, কিন্তু নানাবিধ কারণে তা সম্ভব হচ্ছে না। এরকম অসংখ্য মুসলিমের প্রতি লক্ষ্য রেখে “অ্যাডভান্সড তা‘লীমুল কুরআন” কোর্সটি প্রস্তুত করা হয়েছে।
হাইব্রিড (মেইন ক্লাসগুলো রেকর্ডেড, আর প্র্যাকটিস ক্লাসগুলো লাইভ)
তাইবাহ একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত ক্লাসনোট (পিডিএফ)
বিশেষ দ্রষ্টব্য: কোর্সটিতে চারটি পার্ট রয়েছে যথা- তাজওয়ীদ, নাযেরা, হিফয ও পরিশিষ্ট। উল্লিখিত শিখন ফল এ চারটি পার্টে ধাপে ধাপে শেখানো হবে।
প্র্যাকটিস ক্লাসগুলো লাইভ আকারে নেবেন হাফেয মোহাম্মদ আল আমীন ও উস্তাযা সামিয়া ওয়েদাদ। লাইভ ক্লাসের ক্ষেত্রে মেইল স্টুডেন্টদের ক্লাস নেবেন মেইল টিচার, আর ফিমেইল স্টুডেন্টদের ক্লাস নেবেন ফিমেইল টিচার। লাইভ ক্লাসগুলোতে প্রধানত পড়া নেওয়া হবে এবং ভুলগুলো শুধরে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে, কোনো বিষয় শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হলে তা ব্যাখ্যা করা হবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।
রিভিশন ক্লাস নেবেন মাহবুবুর রহমান। প্রতি মাসে একটি করে রিভিশন ক্লাস নেওয়া হবে, যেখানে শিক্ষার্থীদের পারফর্মেন্স যাচাই করা হবে, শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্টের জায়গাগুলো চিহ্নিত করে জানিয়ে দেওয়া হবে, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হবে, টিচারদেরকে শিক্ষার্থীদের পারফর্মেন্স ইনফর্ম করা হবে এবং ইমপ্রুভমেন্টের জন্য তাগীদ দেওয়া হবে।
কোর্সের শুরুতে, মিডটার্মের পরীক্ষার পর এবং ফাইনাল পরীক্ষার পর বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। যেখানে ড মোহাম্মদ মানজুরে ইলাহী শাইখ আলোচনা পেশ করবেন এবং স্টুডেন্টদের উদ্বুদ্ধ করবেন, নাসীহা প্রদান করবেন এবং বিশেষ দিক-নির্দেশনা প্রদান করবেন।
৯০টি।
৬ মাস
৬,০০০ টাকা।
যেহেতু এ কোর্সটি তাইবাহ একাডেমির “তা‘লীমুল কুরআন (প্রাইমারি লেভেল)” কোর্সের পরবর্তী ধাপ, সেহেতু এ কোর্সে আরবী হরফসমূহের উচ্চারণ এবং তাজওয়ীদের বেসিক নিয়ম-কানুন শেখানো হবে না। এজন্য এ কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচের রিকয়ারমেন্ট পূর্ণ করতে হবে :
বিশেষ দ্রষ্টব্য : কেউ যদি কনফিউজড থাকেন যে, ভর্তির রিকয়ারমেন্টগুলো তার ক্ষেত্রে পূরণ হচ্ছে কি না, তাহলে তাইবাহ একাডেমির হোয়াটসঅ্যাপ নম্বরে সূরা আল-ফাতিহা ভয়েস আকারে পাঠাতে হবে। তাহলে ইনফর্ম করা হবে যে, তার ক্ষেত্রে ভর্তির রিকয়ারমেন্টস পূরণ হচ্ছে কি না।
ভর্তির জন্য পেমেন্ট করে পেমেন্ট ফর্মটি পূরণ করে দিতে হবে। পরবর্তী নির্দেশনা আমরা ইমেইলে জানাবো ইন শা আল্লাহ।
বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে পেমেন্ট করতে এখানে ক্লিক করুন
[অনলাইনের মাধ্যমে বিকাশ/রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যাবে।]
অনলাইন পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন
ইমেইল : support@taibahacademy.com
মেসেঞ্জার : https://www.messenger.com/t/taibahacademy.bd
হটলাইন : 01911 285744 (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত)
[Disclaimer : উপরের তথ্যসমূহ কর্তৃপক্ষ যেকোন সময় পরিবর্তন করতে পারে]