দু’আ মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদাত। দু’আর মাধ্যমে মুসলিম আল্লাহর কাছে তার আকাঙ্খা পেশ করতে পারে এবং আল্লাহ তা’আলার তওফীকে দুনিয়া এবং আখিরাতে অপার নিয়ামত, সামর্থ্য ও কাজের সক্ষমতা অর্জন করতে পারে এবং অর্জন করতে পারে প্রভূত সাওয়াব। বাংলা ভাষায় দু’আর অনেক বই রয়েছে। এর মধ্যে প্রফেসর ড সাঈদ আল-কাহতানী কর্তৃক সংকলিত ‘হিসনুল মুসলিম’ গ্রন্থটি খুবই প্রণিধানযোগ্য। এ বই থেকে বেশ কিছু দু’আ নির্বাচন করে আমেরিকার প্রবাসী জনাব ড. মোহাম্মাদ আবুবকর সিদ্দীক বাংলাভাষী মুসলিম ভাইবোনদের জন্য একটি পকেট সাইজের ছোট্ট বই প্রকাশের আকাঙ্খা ব্যক্ত করেছেন। আমি (ড. মোহাম্মদ মানজুরে ইলাহী) তাকে এ কাজে উৎসাহিত করেছি এবং তার সংকলিত সকল দু’আ আমি এবং আমার সাথে তাইবাহ একাডেমীর রিসার্চ টিমের সদস্যগণ দেখে দিয়েছি। এ দু’আসমূহ যাচাই-বাছাই করে আমরা কেবল সহীহ ও হাসান হাদীসসমূহে উল্লেখিত দু’আ এ বইয়ে স্খান দিয়েছি। আমরা আসা করি দু’আর এই ছোট্ট বইয়ের দৈনন্দিন গুরুত্বপূর্ণ দু’আসমূহ প্রত্যেকেই পাঠ করতে পারবেন এবং সবসময়ে বইটি পকেটে বহন করতে পারবেন। ফলে পাঠক যেকোনো সময় বিশুদ্ধ দু’আ পাঠের আগ্রহ মেটাতে পারবেন।
Free