About Us

আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু ‘আলা রাসূলিল্লাহ। ওয়া ‘আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া মান ওয়ালাহ।

আল-কুরআনের প্রথম নির্দেশ ‘পড়ো’। পড়লেই শেখা যায় আর শিখলে শেখানোও যায়। শেখা এবং শেখানো এ দুটো মিলেই হলো শিক্ষা।

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। উন্নত শিক্ষা উন্নত জাতি গঠনের নিশ্চয়তা দেয়। আর নৈতিক শিক্ষা যেকোনো জাতিকে সৎ, সভ্য ও পরিমার্জিত জাতির মর্যাদা উপহার দেয়। শিক্ষক ও শিক্ষার্থী সবার জন্যই জ্ঞান চর্চার নানামুখী সুযোগ উন্মুক্ত করার অভিপ্রায়ে তাইবাহ একাডেমী অফার করছে অনেকগুলো একেডেমিক কোর্স ও শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম।

তাইবাহ একাডেমী বাংলা ভাষায় ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জনের একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। এখানে ক্লাসিক্যাল ইসলামী শিক্ষার পাশাপাশি অধ্যয়ন, গবেষণা ও ভাষাগত দক্ষতার উপর পর্যায়ক্রমে বিভিন্ন কোর্স অফার করা হবে। আরবী ভাষা শিক্ষার জন্য পৃথকভাবে ‘এরাবিক কর্নার’ থাকবে। আর মাদরাসা শিক্ষক, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক, দা‘ঈ ইলাল্লাহ, ইমাম ও খতীবদের জন্য শিক্ষাদান পদ্ধতিসহ দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রশিক্ষণমূলক কোর্সে অংশগ্রহণের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষকগণ এ কোর্সগুলোর প্রশিক্ষক হিসেবে থাকবেন। প্রতিটি কোর্সে থাকবে বিষয়ভিত্তিক নোটসহ পূর্ণাঙ্গ ভিডিও লেকচার। কোর্স কন্টেন্ট ব্যবহার করে রেজিস্ট্রেশনকারী যেকোনো ব্যক্তি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারবেন। MCQ, Assignment ও পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কোর্সটি সমাপ্ত করতে পারলে অংশগ্রহণকারী ব্যক্তি সার্টিফিকেট লাভ করবেন।


Taibah Souvenir 2022

Online Copy