আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা অনেক উঠতি ব্যবসায়ী ও উদ্যোক্তা ভাই-বোনদের দেখতে পাচ্ছি। ব্যবসার মাঠে তাদের সফলতার সুখবরও আসছে আমাদের কানে। যখন কোনো মুসলিম একটি পেশায় নিয়োজিত থাকে তখন সেই পেশা বিষয়ক নূন্যতম ইলম অর্জন তার জন্য ফরজ হয়ে যায়।
তেমনি একটি বিষয় হলো ‘ব্যবসার সম্পত্তি থেকে যাকাতযোগ্য সম্পদ বের করা এবং সেগুলোর যাকাত প্রদান করা’। ব্যক্তিগত যাকাতের হিসেবটা সহজ হলেও ব্যবসার যাকাত আমাদের অনেকের কাছে বেশ কঠিন। কোন সম্পত্তি যাকাতযোগ্য, কোন সম্পত্তি যাকাত যোগ্য না, যেগুলো যাকাতযোগ্য সেগুলো থেকে যাকাতের পরিমাণ হিসেব করা, মিশ্র সম্পত্তি থেকে যাকাতযোগ্য সম্পত্তির পরিমাণ বের করা ইত্যাদি জটিল জটিল বিষয় সম্পর্কে ব্যবহারিক জ্ঞান না থাকলে যাকাতের হিসেবটা কঠিন, সহজ না।
ব্যক্তিগত যাকাত থেকে ব্যবসায়িক যাকাতকে পৃথক করে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘বিজনেস যাকাত ওয়ার্কশপ’। ওয়ার্কশপটি পরিচালনা করবেন ড. মোহাম্মদ মানজুরে ইলাহী হাফিজাহুল্লাহ।
যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা আছেন তাদের জন্য ওয়ার্কশপটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ ওয়ার্কশপটিতে যাকাতের ক্যালকুলেশন হাতে কলমে শিক্ষা দেওয়া হবে।
ইনশাআল্লাহ এই ওয়ার্কশপ সুন্দরভাবে শেষ করতে পারলে, একজন অংশগ্রহণকারী অর্জিত জ্ঞানের মাধ্যমে নিচের বিষয়গুলো জানতে ও হাতে কলমে শিখতে পারবেন-
ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়।
ওয়ার্কশপের তারিখ : ১ এপ্রিল ২০২৩
সময় : সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত
ঢাকার প্রাণকেন্দ্রে একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুর ঠিকানা ও গুগল ম্যাপ লোকেশন ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
৩,০০০ টাকা।
অংশগ্রহণকারীদের নাশতা ও দুপুরে খাবার প্রদান করা হবে।
রেজিস্ট্রেশনের জন্য নিচের ম্যানুয়াল বা অনলাইন পদ্ধতিতে পেমেন্ট করে এই লিংকে গিয়ে ফর্মটি পূরণ করে দিতে হবে।
[বিকাশ/রকেট এর মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট করা যাবে।]
ম্যানুয়াল পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন
[অনলাইনের মাধ্যমে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ব্যাংক ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করা যাবে।]
অনলাইন পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন
ইমেইল : support@taibahacademy.com
মেসেঞ্জার : https://www.messenger.com/t/taibahacademy.bd
হটলাইন : 01911 285744 (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত)